Monday, 2 December 2019

Manager audit Jobs Circular – Easy Apply Procedure 2019 –

Manager audit Jobs Circular – Easy Apply Procedure 2019 – 
By admin | November 14, 2019

Manager audit Job Circular Offer Some New Vacancy at http://bbal.teletalk.com.bd . Recruitment Notice of Manager audit Jobs Circular also found at. Educational Qualification for the Manager audit jobs circular written below this Post. Most of the government jobs, Bank jobs and Non govt job application completed by Online method. You can also know how to apply Manager audit govt job circular in 2019.

Manager audit Job Circular Easy Apply Procedure 2019

Many people find government jobs such as Manager audit govt jobs. Now Manager audit published new jobs circular. Before apply Manager audit govt jobs through Online keep below this short Information.


Most of the job seeker find Office of the Manager audit jobs circular in Google. If you also want to get a jobs in Bangladesh keep reading below this short information.






Wednesday, 27 November 2019

💥💥💥💥 ৪১ তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 💥💥💥💥

💥💥💥💥  ৪১ তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 💥💥💥

******************************************************************
কোন বই -  কিভাবে পড়বেন -   টপ সাজেশন
---------------------------------------------------------
টার্গেট -  ৪১ তম বিসিএস - দুদক - বাংলাদেশ ব্যাংক  ?  তাহলে শুরু করুন এখনি...
💥আবেদনের তারিখঃ  ০৫-১২-২০১৯  থেকে ০৪-০১-২০২০  পর্যন্ত
💥পদের সংখ্যা মোটঃ ২১৬৬।
**********************************************************
✔️সঠিক দিকনির্দেশনা, পরিশ্রম ও বেশিক ক্লিয়ার করলে প্রিলিতে পাশ করা সম্ভব না হলে অনেকটাই জটিল হয়ে যাবে আপনার জন্য যেটা আমরা দেখেছি ৪০ তম বিসিএস এ। প্রিলি মানে  খালি মুখস্থ বিদ্যা নয় অবলম্বন করতে  হবে কিছু টেকনিক, আর সঠিক দক্ষতা , তাহলেই  এ যাত্রাই পার।
জঙ্গলে দুটি প্রানী আছে একটি ১৮ ঘণ্টা ঘুমায় (সিংহ), আর একটি ১৮ ঘণ্টা কাজ করে (গাধা ), বনের রাজা কিন্তু প্রথম জনই । সুতরাং যেটুকু দরকার সেটুকু গুছিয়ে ভালো করে পড়ুন, তবে হ্যা কোন বই এবং কিভাবে পড়বেন সেটা একটা বড় ব্যপার। কারন ৪০ তম বিসিএস এ দেখেছি
অনেকে ১০২ টা কারেক্ট করেই হয়েছে আবার কারো ১০৮ টা করেও হয় নাই । তাই সঠিক তথ্যের  বই একটা গুরুত্বপূর্ন বিষয় ,যেটার উপর নির্ভর করে আপনি পরীক্ষার রুমে যাবেন।যেমন একটা উদাহরণ বলিঃ আপনার বইতে কি আছে মিলিয়ে নিনঃ আধুনিক কম্পিউটারের জনক কে ?
১.জন ভন নিউম্যান ২. এলান টিউরিং ??  সঠিক উত্তর হবে এলান টিউরিং।এরকম আইসিটিতে খালি একশর উপরে ভূল আছে  অনেক বইতে। সুতরাং সঠিক তথ্যের বই পড়ুন ।     যারা ৪১ তম বিসিএস দিবেন তারা অনেকেই চিন্তা করছেন  যে কি বই পড়বেন বা যে বইগুলো পড়ছেন তা
ঠিক আছে তো ? মনে রাখবেন শর্টকাটে প্রিলি পার করা যাবে না তবে শর্টটেকনিক অবলম্বন করা যেতে পারে । এভারেজ টার্গেট করেন  ১২০ মার্ক হলেই চান্স হবে।  এখন কোন বই কিভাবে পড়বেন  চলুন শুরু করি...
✔️প্রথমে সাবজেক্ট গুলোকে ২টি ক্যাটাগরিতে ভাগ করুন
💥ক্যাটাগরি ১   -  4 সাবজেক্ট (১৫০ মার্ক )
*********************************************
➡️১। #বাংলাঃ (৩৫ মার্ক )  বাংলার জন্য  জর্জ এর  MP3 ভালো করে পড়ুন , সহায়ক হিসেবে অগ্রদূত এর বাংলাটা পড়তে পারেন । এই দুইটা বই পড়লে আর কিছুই লাগবে না। বাংলায় একটা স্ট্রং জোন তৈরি করুন , বাংলা আপনাকে এগিয়ে রাখবে। বাংলা সাহিত্য ভালো করে পড়ুন।
➡️২। #ইংরেজিঃ (৩৫ মার্ক )   ইংরেজি  গ্রামারের জন্য Competitive Exams অথবা MASTER থেকে সিলেবাস দেখে বুঝে বুঝে পড়ুন। ইংলিশ লিটারেচার এর জন্য অরাকল এর মিরাকল থেকে প্রথম  থেকে বিস্তারিত এর আগ পর্যন্ত পড়তে পারেন।
➡️৩। #গনিতঃ (৩০ মার্ক )    শাহীন স ম্যাথ  অথবা প্রফেসরস বা ওরাকলের বই  পড়তে পারেন , আমার কাছে  শাহীনস ম্যাথ ই সব থেকে ভালো মনে হয়েছে।  মানসিক দক্ষতাঃ  জর্জ এর  MP3 বা ওরাকল পড়লেই হবে।
➡️৪। #সাধারন জ্ঞানঃ(৫০ মার্ক )   বাংলাদেশ বিষয়াবলি + আন্তর্জাতিক বিষয়াবলি  - জর্জ এর  #MP3,সম্ভব হলে আজকের বিশ্ব বেসিক ক্লিয়ার করার জন্য । রিসেন্ট তথ্যের জন্য (রিসেন্ট ভিউ বা আলাল'স সাম্প্রতিক আওয়ার  বা MENs বা  কারেন্ট অ্যাফেয়ার্স  ) এবং সহায়ক হিসেবে শেষের দিকে  প্রফেসরস এর  বিশেষ সংখ্যা পড়তে পারেন।
💥ক্যাটাগরি ২   -  4 সাবজেক্ট (৫০ মার্ক)
*******************************************
➡️৫। #কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিঃ(১৫ মার্ক ) " Self Suggestion কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি"  বইটি দেখতে পারেন ,৪০ তম বিসিএস এ সর্বোচ্চ কমন পাওয়া বই এটি এবং নিবন্ধন পরীক্ষায় শতভাগ অপশন সহ কমন পড়েছে শুধুমাত্র এই বই থেকে । শর্টটেকনিক দেয়া আছে , স্বল্প সময়ে প্রস্তুতি নেয়া যায়।  ১৫ ই ১৫ মার্ক কমন পাওয়া সম্ভব এই বই থেকে কারন গুরুত্বপূর্ন অনুসারে  অটো  সাজেশন দেয়া আছে আর ৬ টি ফিচার রয়েছে  একসাথে ( SSC + HSC এর গুরুত্বপূর্ণ তথ্য, আইসিটি বেসিক ক্লিয়ার, আইসিটি জব সল্যুশন, আইসিটি ডাইজেস্ট, আইসিটি মডেল টেস্ট , এবং আইসিটি অটো সাজেশন )। ৪১ তম  বিসিএস দেওয়ার আগে অন্তত এই বইয়ের প্রতি চ্যাপ্টারের শেষের প্রশ্নগুলি দেখে যাবেন  যে কইটা ICT থেকে প্রশ্ন আসবে এখান থেকে কমন পাওয়ার সম্ভবনা আছে যা আপনাকে এগিয়ে রাখবে ।
➡️৬। #বিজ্ঞানঃ (১৫ মার্ক )  " সেলফ সাজেশন  বিজ্ঞান "  অথবা  ওরাকল বিজ্ঞান টা দেখতে পারেন । সময় দিয়ে ভালো করে পড়ুন কারন এখান থেকেও ভালো করা যায়। প্রশ্ন সবসময় গতানুগতিক হবে তা নয় , তাই শুধু  বিগত সালের প্রশ্ন গুলোর উপর জোর নয় বেসিক ক্লিয়ার করে পড়ুন।
➡️৭। #নৈতিকতা ও সুশাসনঃ(১০ মার্ক )  এসুরেন্স গাইড বা জর্জ এর  MP3 বা সেলফ সাজেশন নৈতিকতা ও সুশাসন এর  যে কোন দুটি বই পড়বেন। মনে রাখবেন নৈতিকতা ও সুশাসন থেকেও ভালো মার্ক পাওয়া যায় যদি ভালো করে  বার বার পড়ে যেতে পারেন, আর নেগেটিভ মার্ক এখানে করবেন না , যেটা জানেন সেটাই উত্তর করার চেস্টা করবেন ।
➡️৮। #ভূগোলঃ (১০ মার্ক #MP3 ও এসুরেন্স গাইড দুটি বই পড়বেন, সাধারন জ্ঞান এর অনেক টপিকস এখানে কমন পাবেন, ভূগোলের দিকটা গুরুত্ব     দিন। এই ৪ টি সাবজেক্ট আপনাকে অন্যদের থেকে পার্থক্য করবে, তাই এগুলো একবার ভালো করে শেষ করতে পারলে আপনি
অন্যদের থেকে একধাপ এগিয়ে থাকবেন, তাই সময় করে এই ৪টি সাবজেক্ট আগে ভালো করে পড়ে নিন , পরে ধারাবাহিক ভাবে দ্রুত রিভিশন দিতে পারবেন।
💥কিভাবে_পড়বেনঃ
***********************
✔️প্রথম ৪ টি  সাবজেক্টকে প্রতিদিন টপ প্রায়রিটি দিয়ে বাকি ৪ টি সাবজেক্ট প্রতিদিন আপনার সুযোগ , সময় এবং সাধ্যমত একটা প্লান করুন , পড়তে থাকুন । আপনার প্রিপারেশন যদি একিবারেই নতুন হয় তাহলে  জবসল্যুশন বা ডাইজেস্ট পড়তে পারেন না হলে এই দুটি বই পড়তে পারেন প্রাইমারী বা নিবন্ধন এর জন্য । বেসিক ক্লিয়ার করে পড়ুন ,জয় আপনারই হবে ইনশা আল্লাহ্‌ । বেশি বই পড়ে মনে না রাখার চেয়ে , ভালো মানের বই অল্প করে বার বার  বেসিক ক্লিয়ার করে পড়লে মেমোরাইজ জোন তৈরি হবে, মনে থাকবে বেশি। এই বইগুলো পড়লে আপনার বিসিএস ছাড়াও অন্যান্য চাকরির জন্য সহজ হয়ে যাবে,যদি টার্গেট থাকে আপনার ৪১ তম বিসিএস বা  সরকারি চাকরি বা সামনে দুদকের পরীক্ষা , বাংলাদেশ ব্যাংকের AD , তাহলে আজকে থেকেই শুরু করুন , সাফল্য আপনার কাছে ধরা দিতে বাধ্য।
সাজেশনটি একান্ত আমার বেক্তিগত , ভালো লাগলে ফলো করতে পারেন।  সবার প্রস্তুতি ভালো হউক সেই কামনায় ,"মনে রাখবেন একটি ভালো বই ও পরিশ্রম বদলে দিতে পারে আপনার সম্ভবনার দোয়ার " তাই এখনি শুরু করুন     ভালো লাগলে  লেখাটি শেয়ার, কপি , পেস্ট বা অন্য কোথাও পোস্ট করতে পারেন , কোন রেস্ট্রিকশন নাই । ধন্যবাদ ও শুভ কামনা

Sunday, 24 November 2019

Dhaka South City Corporation DSCC Jobs Circular – Apply Procedure 2019 –


Dhaka South City Corporation DSCC Jobs Circular – Apply Procedure 2019 –


Organization Name : Dhaka South City Corporation
Official website : http://www.dscc.gov.bd
Positions: See the Circular for your Position(s)
Number of Vacancy: 750

Required Experience: See the Circular for your Position(s)
Educational Qualification : JSC/SSC
Salary: Daily 475- 500 TK
Apply Method: BY Post Office
Source: www.dscc.gov.bd official website
Publication Date: 24 November 2019
Application Deadline: 07 December 2019
For more information



প্রভাষক নিয়োগ দিচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ।

 Begum Rokeya University
BRUR job circular 2019 -
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
নিয়োগ
By ejobscircular November 14, 2019

Begum Rokeya University, Rangpur (BRUR) published New job
vacancy Notice at www.brur.ac.bd. BRUR job circular offer
total 03 New Teacher in this post. Interested candidate must
have to sent the Document before 25 November, 2019.
Application Published Date 05 November, 2019
Official website www.brur.ac.bd
Source bhorerkagoj

Application Fee: 500 Taka

Application Last Date: 25 November 2019
Total Post: 03
Salary: See circular below
For more information see below this original circular.

১০৭ টি পদে পেট্রোবাংলার অধীনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

!!! .. আজ ২৫ নভেম্বর ২০১৯ প্রকাশ !!!

১০৭ টি পদে পেট্রোবাংলার অধীনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।

Official Website: www.petrobangla.org.bd

Salary: As per circular

Job Nature: Full-time




প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি


৬১ হাজার ১৬৬ জন শিক্ষক নিয়োগ আসতেছে।
 চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রায় ২০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে।




প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯-২০ অর্থবছরে ৬১
হাজার ১৬৬ জন শিক্ষকের পদ সৃজন করা হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রায় ২০ হাজার
সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) প্রথম যৌথ বার্ষিক পর্যালােচনা সভায় এ কথা

জানানো হয়।

পর্যালোচনা সভায় মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেনের সভাপতিত্বে আর্থিক সহায়তা প্রদান
করা পাঁচটি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী- এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইউরোপীয় ইউনিয়ন।
(ইইউ), জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এবং
বিশ্বব্যাংকের প্রতিনিধি অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার ছিল সমাপনী সভা।
যৌথ বার্ষিক পর্যালােচনা সভার এ কর্মসূচিতে গত এক বছরে হাতে নেয়া বিভিন্ন কর্মকাণ্ড
পর্যালােচনা করা হয়। এতে খাতওয়ারি পর্যালােচনা, যান মাসিক পর্যালােচনা, হিসাব নিরীক্ষণ
পর্যালােচনা, পরিবেশ ও সামাজিক নিরাপত্তা বিধান এবং বার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও পর্যালােচনা
করা হয়।

সভায় বলা হয়; পিইডিপি-৪ প্রকল্প যথাযথ গতিতে এগিয়ে চলছে। স্থানীয় সরকার প্রকৌশল
বিভাগ (এলজিইডি) এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (ডিপিএইচই) কর্মসূচিতে পূর্ত,
অবকাঠামাে ও প্রকৌশলগত সহযােগিতা করছে।
পর্যালােচনা সভায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রশাসনিক বিভাগের আলোচনায় জানা যায়,
কর্মসূচির আওতায় চলতি (২০১৯-২০) অর্থবছর ৬১ হাজার ১৬৬ জন শিক্ষকের পদ সৃজন করা
হবে। চলতি বছর ডিসেম্বরের মধ্যে প্রায় ২০ হাজার সহকারী শিক্ষক নিয়ােগ দেয়া হবে। এ
সংক্রান্ত পরিকল্পনা ইতােমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

এছাড়া পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের আলোচনায় জানা যায়, গত অর্থবছর (২০১৮-১৯)
সারাদেশে দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত ৫২৩টি বিদ্যালয়ে ১০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
চলতি অর্থবছর তথ্য ব্যবস্থাপনা বিভাগ বিদ্যালয় পর্যায়ে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষসমূহে ২৬ হাজার
আইসিটি প্যাকেজ বিতরণ করবে।

পর্যালােচনা সভায় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির পাঁচটি বিষয় নিয়ে গ্রুপ ডিসকাশন হয়।
এগুলো হচ্ছে- প্রাথমিক শিক্ষার মান নিশ্চিতকরণ, ন্যায়সঙ্গত অংশগ্রহণ নিশ্চিতকরণ, ব্যবস্থাপনা
ও সুশাসন, অর্থ ও ক্রয় ব্যবস্থাপনা এবং সুষ্ঠু সমন্বয় ও অংশীদারিত্ব।

সমাপনী বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাে. আকরাম-আল-হােসেন বলেন, চতুর্থ
প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সবার সহযােগিতায় বাস্তবায়িত হবে। এ কর্মসূচির মূল লক্ষ্যই
হলাে প্রি-প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব শিশুর মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ।

উল্লেখ্য, পাঁচ বছর মেয়াদি চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকারের নেয়া প্রাথমিক শিক্ষার
উন্নয়নে সর্ববৃহৎ উদ্যোগ। ২০১৮ সালের জুলাই মাস থেকে কর্মসূচিটি শুরু হয়। গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ কর্মসূচি প্রাথমিক শিক্ষা।
অধিদফতর দর বাস্তবায়ন করছে।

আথবা ভিজিট করুন আমাদের Facebook Page এ
ধন্যবাদ। 


https://www.facebook.com/সরকারি-চাকরি-খবর-106080970866878/